সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটেও (স্বল্প মূলধনী কোম্পানির প্লাটফর্ম) মূল্যসূচকের পতন হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে লেনদেন। এদিন লেনদেনে বড় চমক দেখিয়েছে দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৮ নভেম্বর) এসএমই মার্কেটের সূচক ‘ডিএসএমইএক্স’ ৭ দশমিক ৮৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৮৮ পয়েন্টে।
আরও পড়ুন>> পুঁজিবাজারে ফের দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এসএমই মার্কেটে ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের ৭১ শতাংশই ছিল দুই কোম্পানির দখলে।
জানা গেছে, সোমবার এসএমই মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মাস্টার ফিড অ্যাগ্রোটেকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকার। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ওরিজা অ্যাগ্রোর ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএমইতে লেনদেনে অংশ নেওয়া ১৪ কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১০ টির। বিপরীতে ৪ প্রতিষ্ঠানের শেয়ারদর সোমবার কমেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই মার্কেটে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউছুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও মোস্তফা মেটালের ৭ দশমিক ৭৮ শতাংশ, মামুন অ্যাগ্রোর ৪ দশমিক ৩২ শতাংশ, বিডি পেইন্টসের ২ দশমিক ৮৮ শতাংশ, বেঙ্গল বিস্কুটের ১ দশমিক ৯৬ শতাংশ, ওরিজা অ্যাগ্রোর ১ দশমিক ৮২ শতাংশ, কৃষিবিদ সিডের ১ দশমিক ৮০, নিয়ালকোর ১ দশমিক ২০ শতাংশ, মাস্টার ফিডের ০ দশমিক ৬৪ শতাংশ এবং ওয়ান্ডার টয়সের শেয়ারদর ০ দশমিক ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে আজ এসএমই মার্কেটে সর্বোচ্চ দরপতন হয়েছে স্টার অ্যাডহেসিভের শেয়ারের। কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
এছাড়াও এপেক্স ওয়েভিংয়ের ৪ দশমিক ৪৩ শতাংশ, আছিয়া সি ফুডের ২ দশমিক ৬৬ শতাংশ এবং কৃষিবিদ ফিডের শেয়ারদর ১ দশমিক ১৩ শতাংশ কমেছে।