সিঙ্গাপুরে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা মূল্যের একটি হোটেল কিনেছেন বাংলাদেশের এস আলম গ্রুপ। এশিয়ার রিয়েল স্টেট ভিত্তিক সংবাদমাধ্যম মিংতিয়ান্দির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, আলফা ইনভেস্টমেন্ট পার্টনার্স সিঙ্গাপুরের নোভেনা এলাকায় ২৪১ কক্ষের একটি হোটেল ১২৫ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি করেছে।
২০১৯ সালে বিলাসবহুল ওই হোটেলটি কিনেছে বাংলাদেশের চট্টগ্রামস্থ ‘এস আলম গ্রুপ’। যে পরিমাণ অর্থের বিনিময়ে হোটেলটি ক্রয় করে এস আলম, তা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।
কেপেল ক্যাপিটালের প্রাইভেট ইক্যুইটি বিভাগ ইতিমধ্যেই ‘আইবিস নোভেনা’ হোটেলকে এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করেছে। অফ-মার্কেটের মাধ্যমে এই হোটেল থেকে সিঙ্গাপুরি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ ডলার আয় করছে এস আলম গ্রুপ।
এস আলম গ্রুপের অধীনে বাংলাদেশের একাধিক ব্যাংক রয়েছে। ২০১৭ সালে ইসলামী বাংকের ১২ ভাগেরও বেশি শেয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিনে নেয় এস আলম গ্রুপ। এছাড়াও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংকের বড় অংশের শেয়ারও এস আলম পরিবারের হাতে রয়েছে।
রিয়েল স্টেট, ইস্পাত, সিমেন্ট, খাদ্যপণ্য, জ্বালানি, গার্মেন্টস এবং পরিবহন ব্যবসাসহ প্রায় সব খাতেই এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে।
এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এস আলম স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটে, এস আলম কোল্ড রোলড স্টিলস, এস আলম সিমেন্ট লিমিটেড, পোর্টম্যান সিমেন্টস লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, কর্ণফুলী প্রকৃতিক গ্যাস কোং লিমিটেড এবং এভারগ্রিন শিপিং লিমিটেড উল্লেখযোগ্য।