আজ বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের ২ হাজর ৩০৯টি পদে এবং নন-ক্যাডার ৯ম ও ১০-১২তম গ্রেডের ১ হাজার ২২টি পদে নিয়োগের লক্ষ্যে এ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
এ বছরই প্রথমবারের মতো নন-ক্যাডার প্রার্থীদের পদ সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা যায়, ক্যাডার ও নন-ক্যাডার প্রার্থীদের পরীক্ষা ও নিয়োগ একই সময়ে শেষ করার লক্ষ্যে কমিশন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাডারের আওতায় প্রশাসনে ২৭৪টি শূন্যপদসহ সাধারণ ক্যাডারে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ২৩৯ জন, সাধারণ শিক্ষায় ৪৩৭ জন এবং কারিগরি শিক্ষায় ১০৯ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদনের পরবর্তী তিনদিনের মধ্যে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার সময়সীমা ৩ জানুয়ারি পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।