জানা গেছে, উচ্চ আদালত গত ১৯ জুলাই কোম্পানি দু'টির একীভুতকরণের বিষয়টি অনুমোদন দিয়েছে। এখন থেকে কোম্পানি দুইটির একীভূত করণে আর কোনো বাধা নেই। নেট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি মার্জার হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটির শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবে রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের সাথে একীভূত হচ্ছে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান রেনেটা অনকোলজি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উচ্চ আদালত গত ১৯ জুলাই কোম্পানি দু'টির একীভুতকরণের বিষয়টি অনুমোদন দিয়েছে। এখন থেকে কোম্পানি দুইটির একীভূত করণে আর কোনো বাধা নেই। নেট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি মার্জার হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটির শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবে রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা।
জানা গেছে, উচ্চ আদালত গত ১৯ জুলাই কোম্পানি দু'টির একীভুতকরণের বিষয়টি অনুমোদন দিয়েছে। এখন থেকে কোম্পানি দুইটির একীভূত করণে আর কোনো বাধা নেই। নেট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি মার্জার হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটির শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবে রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা।
আর্কাইভ থেকে