সূচক ও বাজার মূলধন বেড়েছে, কমেছে লেনদেন

সূচক ও বাজার মূলধন বেড়েছে, কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির সব সূচক বৃদ্ধি পেলেও আগের সপ্তাহের তুলনায় কমেছে লেনদেন।





সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩০ দশমিক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।





প্রধান সূচকের সঙ্গে গেল সপ্তাহে অপর দুই সূচকও বৃদ্ধি পেয়েছে। পাঁচ কার্যদিবসে ‘ডিএস ৩০’ সূচকে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ১৬ দশমিক ২১ পয়েন্ট যোগ হয়েছে।





গত এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।





লেনদেন কমলেও সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১২১ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৪৭ কোটি ২৬ লাখ ৪১ হাজার ৭৫০ টাকায়।





সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭১টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৪০ কোম্পানির, বিপরীতে ৫৬ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।





গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।





সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ২০ দশমিক ৩৬ শতাংশ।





অর্থসংবাদ/ডব্লিওএস/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন