ডুবে যাওয়া জাহাজটিতে দেশবন্ধু গ্রুপের আমদানি করা অপরিশোধিত চিনি ছিল। চিনির পরিমাণ ৯৫০ টন। চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ থেকে চিনি নিয়ে জাহাজটি নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত দেশবন্ধু গ্রুপের চিনির কারখানায় নেওয়া হচ্ছিল। তবে তার আগেই এই দুর্ঘটনায় পড়েছে।
ডুবে যাওয়া এমভি আল নুর-১ জাহাজের নিখোঁজ নাবিকের নাম গিয়াস উদ্দিন। তিনি জাহাজটিতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তাকে উদ্ধারে নৌবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, প্রবল ঢেউয়ে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। ৩ নম্বর সংকেত ছিলো তখন। অপরিশোধিত চিনি পানিতে মিশে গেছে। এটি এখন জোয়ারে ভাসানচরের কাছে চরের দিকে যাচ্ছে। জাহাজটির মালিকপক্ষকে জাহাজটি দ্রুত উদ্ধার করার জন্য চিঠি দেওয়া হয়েছে।