বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে। তি‌নি বর্তমান মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।





রোববার (৪ ডি‌সেম্বর) বাংলা‌দেশ ব্যাংক তা‌কে মুখপাত্র হিসেবে নি‌য়োগ দি‌য়ে‌ছে।





মো. মেজবাউল হক আজ থে‌কেই মুখপাত্র হি‌সে‌বে দায়িত্ব পালন কর‌বেন।





মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ভিজিলেন্স, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্যাট্রেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট ও সব‌শে‌ষ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেন।





এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তি‌নি গত ৪ অ‌ক্টোবর অবস‌রে গে‌লে ৬ অ‌ক্টোবর নতুন মুখপাত্র হন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ। এক মাস দুই দি‌নের মাথায় তা‌কে প‌রিবর্তন ক‌রে মেজবাউল হককে দা‌য়িত্ব দেওয়া হ‌লো।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা