সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীদের রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার নির্দেশ

সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীদের রেমিট্যান্সে প্রণোদনা দেওয়ার নির্দেশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।





রোববার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।





কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের বিদেশে অবস্থানকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করলে ওই অর্থের বিপরীতে প্রণোদনা/নগদ সহায়তা প্রদান করতে হবে।





এতে আরও বলা হয়, প্রণোদনার অর্থ পেতে সংশ্লিষ্ট সংস্থাকে তাদের সদস্যদের প্রত্যেকের প্রাপ্যতার তালিকাসহ তাদের ব্যাংক বরাবর আবেদন করতে হবে। অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করবে। সরকার থেকে তহবিল পাওয়া সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ প্রেরণ করবে। সংশ্লিষ্ট বাহিনীর প্রদত্ত তালিকা মোতাবেক সদস্যদের ব্যাংক হিসাবে প্রনোদনা জমা করবে ব্যাংক।





অর্থসংবাদ/ডব্লিওএস


আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি