মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আজ রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে।
নোটিশে বলা হয়, মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভিআইপিদের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া ফটকের সামনে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, বিজয় দিবস সামনে রেখে রবিবার (৪ ডিসেম্বর) থেকে জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার অনুশীলন শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। সেই সঙ্গে সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ ধোয়ামোছাসহ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।
এ ছাড়া প্রতিবছরের মতো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।