দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটি ১৬ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে শীর্ষ স্থান ধরে রেখেছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার টাকার।
জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হচ্ছে- বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ এবং চার্টার্ড লাইফ ইন্সুরেন্স।