সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে কনফিডেন্স সিমেন্টের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার কনফিডেন্স সিমেন্টের আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮১ শতাংশ বা ৪ টাকা ৫০ পয়সা দর কমেছে।
দর পতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা।
টপটেন লুজারের তৃতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর ১ দশমিক ৮৪ শতাংশ বা ৫০ পয়সা কমেছে।
ডিএসইতে টপটেন লুজারের উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, শমরিতা হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, পদ্মা অয়েল, অগ্নি সিস্টেমস, সোনালী পেপার ও বিডিকম অনলাইন লিমিটেড।
এদিন লেনদেন হওয়া ৩১০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩১ টি কোম্পানির।