সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ (৭ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেন হওয়া ৩১৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৪২টির।
বুধবার ডিএসইতে ৩১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৯৭ লাখ টাকার।