সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে সোনালি আঁশের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় দর কমেছে ৩৬৪ টাকা ২০ টাকা বা ৪৫ দশমিক ৬৩ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
টপটেন লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ১টাকা ৬০ পয়সা বা ৩ দশমিক ২৯ শতাংশ। আর ১ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড।
টপটেন লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁস লিমিটিড, নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড, আইটি কনসুলেন্ট, জেমিনি সি ফুড, অগ্নি সিস্টেমস লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা লিমিটেড।
এদিন লেনদেন হওয়া ২৯২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২১৮টির।