ফোর্বসের এ তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে রাখা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনকে। এরপর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিনি চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮ আসনে জয় পেলে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।