সিআইডির অর্গানাইজ ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল সংবাদ মাধ্যমকে বলেন, জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়েছে। সেখানে তার অস্ত্রধারী সাত দেহরক্ষীকেও অভিযুক্ত করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামীমের। এ ছাড়া ঢাকায় তাঁর দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমি রয়েছে। টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজির মাধ্যমে আয় করা অর্থে এসব সম্পদ শামীম গড়েছেন।