সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৬২ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ । ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
আরও পড়ুন: দর বৃদ্ধির শীর্ষে নর্দান জুট
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রয়েছে মুন্নু এগ্রোর শেয়ারদর কমেছে ৪৬ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৩৭ শতাংশ। আর অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৮ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ লুজার তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজউদ্দিন টেক্সটাইল, আমরা টেকনোলজি, আনোয়ার গ্যালভানাইজং, রংপুর ফাউন্ড্রি, বিডিকম, হাক্কানি পাল্প এবং লাভেলো আইসক্রীমের দর কমেছে।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭১টির, বিপরীতে মাত্র ২৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।