ইথিওপিয়ার প্রযুক্তিখাতে বাংলাদেশী বিডিটাস্ক

ইথিওপিয়ার প্রযুক্তিখাতে বাংলাদেশী বিডিটাস্ক

সম্প্রতি ইথিওপিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সব্রী’র সঙ্গে বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান বিডিটাস্কের চুক্তি সই হয়েছে। দেশীয় এ আইটি প্রতিষ্ঠান উত্তর আফ্রিকার এ দেশে প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করবে। চুক্তি অনুযায়ী ইথিওপিয়ার আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট, আইটি ট্রেনিং ও সফটওয়্যার ডেভলপমেন্টে কাজ করবে বাংলাদেশের বিডি টাস্ক।





দেশটির রাজধানী আদ্দিস আবাবা’য় ম্যাক্সব্রীজ এর কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিডিটাক্সের ডিরেক্টর অপারেশন তানজিল আহমেদ।





তানজিল আহমেদ বলেন, চুক্তি অনুযায়ী বিডি টাস্ক ইথিওপিয়ার আইটি খাতে হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যানেজমেন্ট, ইসলামিক ফাইনান্স, ইসলামিক ব্যাংকিং, মাইক্রো ফাইন্যান্স, স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন খাতে কাজ করবে। ইথিওপিয়ান মাক্সব্রীজ সেদেশে বাংলাদেশী সফটওয়্যার ব্যবহার ও বিপননে কাজ করবে।





এ ব্যাপারে ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নজরুল ইসলাম জানান, প্রযুক্তিখাতে ইথিওপিয়া একটি সম্ভাবনাময় দেশ। বিনিয়োগ ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে এদেশে বিশেষ করে প্রযুক্তি খাতে।





চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন- বিডি টাস্কের ব্যবস্থাপনা পরিচালক সামস মোহাম্মদ তারেক, ম্যাক্সব্রীজ এর সিইও ডক্টর আমিনা মেইনুর মদ্রিসির, স্ট্রেটিজিক কমিউনিকেশন এন্ড পার্টনারশীপ প্রধান অল মোহাম্মদ আমিন, বিওডি চেয়ারপারসন সুলেইমান, হেড অব আইএফবি ড. আবু সাঈদ আলীসহ উভয় পক্ষের উধ্বর্তন কর্মকর্তারা।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ