ইথিওপিয়ার প্রযুক্তিখাতে বাংলাদেশী বিডিটাস্ক

ইথিওপিয়ার প্রযুক্তিখাতে বাংলাদেশী বিডিটাস্ক

সম্প্রতি ইথিওপিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সব্রী’র সঙ্গে বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান বিডিটাস্কের চুক্তি সই হয়েছে। দেশীয় এ আইটি প্রতিষ্ঠান উত্তর আফ্রিকার এ দেশে প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করবে। চুক্তি অনুযায়ী ইথিওপিয়ার আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট, আইটি ট্রেনিং ও সফটওয়্যার ডেভলপমেন্টে কাজ করবে বাংলাদেশের বিডি টাস্ক।





দেশটির রাজধানী আদ্দিস আবাবা’য় ম্যাক্সব্রীজ এর কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিডিটাক্সের ডিরেক্টর অপারেশন তানজিল আহমেদ।





তানজিল আহমেদ বলেন, চুক্তি অনুযায়ী বিডি টাস্ক ইথিওপিয়ার আইটি খাতে হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট, ম্যানেজমেন্ট, ইসলামিক ফাইনান্স, ইসলামিক ব্যাংকিং, মাইক্রো ফাইন্যান্স, স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন খাতে কাজ করবে। ইথিওপিয়ান মাক্সব্রীজ সেদেশে বাংলাদেশী সফটওয়্যার ব্যবহার ও বিপননে কাজ করবে।





এ ব্যাপারে ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নজরুল ইসলাম জানান, প্রযুক্তিখাতে ইথিওপিয়া একটি সম্ভাবনাময় দেশ। বিনিয়োগ ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে এদেশে বিশেষ করে প্রযুক্তি খাতে।





চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন- বিডি টাস্কের ব্যবস্থাপনা পরিচালক সামস মোহাম্মদ তারেক, ম্যাক্সব্রীজ এর সিইও ডক্টর আমিনা মেইনুর মদ্রিসির, স্ট্রেটিজিক কমিউনিকেশন এন্ড পার্টনারশীপ প্রধান অল মোহাম্মদ আমিন, বিওডি চেয়ারপারসন সুলেইমান, হেড অব আইএফবি ড. আবু সাঈদ আলীসহ উভয় পক্ষের উধ্বর্তন কর্মকর্তারা।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান