ব্যাপক সাড়া ফেলেছে সাবরিনা সাবার ‘কারে খুঁজিস’

ব্যাপক সাড়া ফেলেছে সাবরিনা সাবার ‘কারে খুঁজিস’
এবারের ঈদুল আজহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক প্রকাশ করেছে বেশ কিছু গান। তারমধ্যে অন্যতম এ প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা সাবার নতুন গান ‘কারে খুঁজিস’। গানটির কথা লেখা ও সুর দেয়ার কাজটিও সাবরিনাই করেছেন। সংগীতায়োজন করেছেন অনিক সাহান।গানটি শুনতে এখানে ক্লিক করুন

সাবরিনার নতুন এই গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এইচআর প্রোডাকশনের ব্যানারে সেটি নির্মাণ করেছেন রেজা মাহমুদ। মিউজিক ভিডিওটিতে গায়িকা সাবরিনার সঙ্গে মডেল হয়েছেন শেখ সাকিব ও মুন্নি।

কণ্ঠশিল্পী সাবরিনা সাবা তার নতুন গান নিয়ে অর্থসংবাদকে বলেন,আলহামদুলিল্লাহ, একজন নারী শিল্পী হিসেবে এটা ভাললাগার বিষয়। এখন তো পুরুষ শিল্পীদের গানের সাড়া বেশি। আগেও এমন ই ছিল। সাধারণত পুরুষ শিল্পীদের অন্ধ ভক্ত শ্রোতা থাকে। সেক্ষেত্রে আমার গানটার এরকম সাড়া পাওয়ার বিষয়টা অন্যরকম।
সত্যি বলতে, নিজের লেখা, সুরে কাজ করতে গিয়ে এতটা ভালবাসা পাবো এটা ভাবিনি।

তিনি আরও বলেন, অনেক অডিও ব্যানার নারী শিল্পীর গানে ইনভেস্ট করতে চায়না। পুরুষ হিট শিল্পীর ক্ষেত্রে করে।
সেক্ষেত্রে আমার গান টা জয়ী, নারী শিল্পীর গানেও শ্রোতা এখন হচ্ছে। তাই অডিও কোম্পানিগুলোর উচিৎ এ বিষয়টায় আরো সহযোগিতা করা।

এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা ইতোমধ্যে তার একক অ্যালবামের পাশাপাশি কয়েকটা মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন। ‘পৃথিবী অনেক বড়’ গানটির মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে পরিচিতি পান। এই গানটি তিনি বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের সঙ্গে গেয়েছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার