সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৭২ পয়েন্টে, ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেন হওয়া ৩২৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।
বৃহস্পতিবার ডিএসইতে ৪২৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ২০ লাখ টাকার।