সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ারদর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ১২ শতাংশ। আর সালভো কেমিক্যালসের ৪ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন: দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, লুবরেফ, বিডি থাই ফুড, বেঙ্গল উইন্ডস, অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সেন্ট্রাল ইন্সুরেন্সের দর কমেছে।
এদিন লেনদেন হওয়া ৩২৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।