সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোহিনূর কেমিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৩২ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সমাপ্ত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা।
আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সালভো কেমিক্যাল
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে- নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, বাংলাদেশ মনোস্পুল পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং, কে অ্যান্ড কিউ লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, অ্যাপেক্স ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।