শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ হিসাববছরের জন্য (৩০ জুন, ২০২২) কোম্পানিটি বিনিয়োগকারীদের নগদ ১ শতাংশ লভ্যাংশ দেবে।
গত ১২ ডিসেম্বর কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২৭ অক্টোবর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত জানায় জেনারেশন নেক্সট। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ পয়সা।
এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) জেনারেশন নেক্সটের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ পয়সা। আগের বছরে একই সময়ে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৫ পয়সা।
অর্থসংবাদ/ডব্লিওএস