সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫০ টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর ৫১ লাখ ৬ হাজার ১৫৬ টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৬৬ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রোববার (১৮ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৭ কোটি ২২ লাখ ৯৩ হাজার টাকার। আর ইন্ট্রাকো রিফুয়েলিং ১০ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনেদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: ঋণের কিস্তি অর্ধেক দিলেই খেলাপি মুক্তি
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেডের ২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকার, এডিএন টেলিকমের ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার, সী পার্ল হোটেলের ১ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৬৪ লাখ ৭৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৭ লাখ টাকার, আমান কটনের ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।