শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশন লিমিটেডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিক
সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) ৯ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৬ টাকা ৪৪ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান করেছিল ৫ টাকা ২৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ হাজার ২৫৪ টাকা।
দ্বিতীয় প্রান্তিক
হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২০-ডিসেম্বর’২০) অর্থাৎ ৬ মাসে কোম্পানিটি লোকসান করেছিল ৭৫ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় হয়েছিল ৯১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১ হাজার ২৬০ টাকা।
আরও পড়ুন: আইসিএসবির কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেল ৩৭ প্রতিষ্ঠান
প্রথম প্রান্তিক
হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটি আয় করেছিল ৬৯ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় হয়েছিল ১ টাকা ৫৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১ হাজার ২৬২ টাকা।