ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের (আওয়ামী লীগ) পূর্ণ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে।


সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন ২১৮টি ভোট পেয়ে এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ১৪২টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


রবিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। মোট ৪০৪টি ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৫১ জন শিক্ষক। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে জন্য তিন প্যানেলের মোট ৪৫জন এবং একজন সাধারণ সম্পাদক পদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


নির্বাচনের শাপলা ফোরাম মনোনীত পূর্ণাঙ্গ প্যানেল যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭), কোষাধ্যক্ষ পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আব্দুল্লাহ-আল-মাসুদ (১৭০)।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মোছা. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. বাকী বিল্লাহ (বিকুল), অধ্যাপক ড. মো. মহব্বত হোসেন, ড. মো. সাজ্জাদ হোসেন, এম. নাসিমুজ্জামান, মো. সাজ্জাদুর রহমান টিটু, মো. ফিরোজ আল মামুন ও মো. শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সকল শিক্ষককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংশ্লিষ্ট স্বার্থের পাশাপাশি শিক্ষার পরিবেশ সুন্দর হয় এবং শিক্ষার্থীদের কোনরকম সেশন জোট না থাকে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়কে সুন্দর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করব।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, সকল শিক্ষককে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে লক্ষ্য কাজ করব। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে যাবো এটাই প্রত্যাশা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত