ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই ব্যাংকিং নীতিমালা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং আইএফসির বাংলাদেশ ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার হল্টম্যান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। সংলাপে প্যানেল আলোচক হিসেবে ছিলেন দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন; এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান; বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট) অমিতাভ চক্রবর্তী এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম। বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ্ মো. আহসান হাবীব সংলাপ সেশনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইএফসির ইএসজি অফিসার প্রকল্প বিষয়ে বিস্তারিত অনুষ্ঠানে তুলে ধরেন।
উল্লেখ্য, সংলাপটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), বাংলাদেশ ব্যাংক এবং সুইজারল্যান্ডের দূতাবাস যৌথভাবে আয়োজন করে। সংলাপে শতাধিক সিনিয়র ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক, বিআইবিএমের অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
অর্থসংবাদ/কেএ
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                