অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারকে পৃথকভাবে চার বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশেষ জজ-৮-এর বিচারক মো. বদরুল আলম ভূঁঞা দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এ রায় দেন। রায়ে বলা হয়, আসামি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় দুদক আইনের ২৬ (২), ও ২৭ (১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারা মোতাবেক উভয়কে পৃথক পৃথকভাবে মোট চার বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হলো।
এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হলো। মামলার বিবরণে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. হেমায়েত উল্লাহ ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে মোট ৬ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫৪৮ টাকার অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অর্থসংবাদ/কেএ