সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৪২ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৭৮ শতাংশ। আর কপারটেক ইন্ডাস্ট্রিজের ১টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন: দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কোহিনূর কেমিক্যাল, পূবালী ব্যাংক, এটলাস বাংলাদেশ, ওয়ান ব্যাংক, মুন্নু সিরামিক, ঢাকা ইন্সুরেন্স এবং দেশ গার্মেন্টস।
আরও পড়ুন: ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি করবে মুন্নু সিরামিকের পরিচালক
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৩টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।