স্ত্রীকে দেওয়া কথা রাখলেন ডি মারিয়া

স্ত্রীকে দেওয়া কথা রাখলেন ডি মারিয়া

কাতার বিশ্বকাপ ফাইনালে গোল করবেন ডি মারিয়া, কাপ নিয়ে আসবেন ঘরে। স্ত্রীকে এমন প্রতিশ্রুতি দিয়ে আধাজল খেয়ে সেদিন মাঠে নেমেছিলেন ডি মারিয়া। আর তা-ই বাস্তব হলো। স্বপ্নপূরণ হলো আলবিসেলেস্তেদের। খবর ডেইলি মেইলের।





ডি মারিয়া ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে স্ত্রীকে আলাপচারিতায় এক বার্তা পাঠিয়েছিলেন। স্ত্রী জর্জিলিনা কারদোসোকে ইনস্টাগ্রামে ডি মারিয়া বলেন, 'প্রিয়তমা, আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এটি লেখা হয়ে গেছে। আমি গোলও করব। কারণ এটি লেখা হয়ে গেছে, যেমনটি আমি মারাকানায় (কোপা আমেরিকার ফাইনালে), ওয়েম্বলিতে (ফিনালিসিমার ফাইনালে) গোল করেছিলাম। মাঠে যাও এবং কালকের ম্যাচ উপভোগ করো, কারণ আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।'





জর্জিলিনা জানান, ওই বার্তা পাওয়ার পর তিনি বলার মতো কিছু পাচ্ছিলেন না। তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু ডি মারিয়া আত্মবিশ্বাসী ছিলেন, 'তোমাকে কিছুই বলতে হবে না, যাও এবং ফাইনাল উপভোগ করো— আমরাই জিতব। কারণ আমরা যে ২৬ জন এখানে আছি, তারা ও তাদের পরিবারের এটা প্রাপ্য।'





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের