বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য মতে, ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ’ এবং এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ’ এর অনুমোদন দিয়েছে বিএসইসি। তবে দুই ইটিএফকেই ট্রস্টি ডিডটি রেজিস্ট্রেশন আইন- ১৯০৮ এর অধীনে নিবন্ধন করতে হবে।
জানা গেছে, ১০০ কোটি টাকার এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের উদ্যোক্তা লংকা বাংলা ইনভেস্টমেন্ট । আর ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়াও লংবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
অপরদিকে ৫০ কোটি টাকার এএফএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফের উদ্যোক্তা ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট ও ডন গ্লোবাল লিমিটেড। এমটিবি ক্যাপিটাল ফান্ডটির ট্রাস্টি এবং সম্পদ ব্যবস্থাপক ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট।