গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪ দশমিক ৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ‘ডিএসই এস’ সূচকে ১ দশমিক ১৯ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ সূচকে ০ দশমিক ৭৯ পয়েন্ট যোগ হয়েছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৭২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এক সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে ১২৩ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৯৩২ টাকায়।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৭ টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১১৭টির, বিপরীতে মাত্র ৬৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। এক সপ্তাহে কোম্পানিটির ৫৪ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেল সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৪৫ দশমিক ৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের দর কমেছে ৬ দশমিক ১২ শতাংশ।