ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ৯২ শতাংশ। আর বেঙ্গল উইনসো ৬০ পয়সা বা ১ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মেঘনা সিমেন্ট, পূবালী ব্যাংক, এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩২টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।
অর্থসংবাদ/এসএম