সার্কুলারে আরও বলা হয়েছে কার্ডে আন্তর্জাতিক লেনদেনের সময় ৮ হাজার ডলার ব্যবহার করতে পারবেন বেসিস সদস্যরা।
এর আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যবসায়িক কাজে বছরে এই ব্যয়ের সীমা ছিল সর্বোচ্চ ৩০ হাজার ডলার। আর কার্ডে ব্যবহার করতে পারতেন ৬ হাজার ডলার।
আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে বিদেশি উৎস থেকে সফটওয়্যার আইটি বা সফটওয়্যার ফার্মগুলো তাদের ব্যবসায়িক কাজে যেমন বিদেশ ভ্রমণ, কোনও এক্সপোর্ট প্রদর্শনী ও সেমিনারে অংশ নেওয়া, নতুন অফিস খোলা বা তার পরিচালনা, কাঁচামাল আমদানি, মেশিনারিজ আমদানির মতো কিছু বিষয়ে দেশের বাইরে ৪০ হাজার ডলার ব্যবহার করতে পারবেন। তবে, এক বছরে এর চেয়ে বেশি খরচ করা যাবে না বলেও বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে।