ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১হাজার ৩৮৯ বারে ১২ লাখ ৯২ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬৭বারে ১ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৫৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৫ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮২৫ বারে ১৭ লাখ ৪০ হাজার ৯১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ৯ দশমিক ৯৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯০ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, প্রগতি ইন্স্যেরেন্সের ৯ দশমিক ৮৩ শতাংশ ও স্যোসাল ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।