সূত্র মতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২৯ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের শেয়ারদর ১৬ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়র শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ।
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, নাভানা ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম এবং আমরা নেটওয়ার্কস।