ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইস্তানা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার টাকার। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার লেনেদেন হয়েছে ১৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার। আর স্কয়ার ফার্মা ৭ কোটি ২৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনেদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, বিএটিবিসি , বিকন ফার্মা, ই-জেনারেশন , ফাইন ফুডস, গ্রামীণফোন , জিএসপি ফিন্যান্স, এইচআর টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, মেঘনা লাইফ, মেট্রো স্পিনিং এবং রেনাটা লিমিটেড।
অর্থসংবাদ/এসএম