রাজধানীর সব সরকারি কলেজ অধ্যক্ষের রুমে বসবে সিসি ক্যামেরা

রাজধানীর সব সরকারি কলেজ অধ্যক্ষের রুমে বসবে সিসি ক্যামেরা
রাজধানী ঢাকার সরকারি সব কলেজের অধ্যক্ষের রুমে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষদের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সমন্বয়ে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসিক সমন্বয় সভায় মাউশি মহাপরিচালক সরকারি সকল কলেজের অধ্যক্ষের কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবনায় বলা হয়, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে তাদের কক্ষ সিসি ক্যামেরায় আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। এ পর্যায়ে তিনি পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজসমূহের অধ্যক্ষদের কক্ষ সিসি ক্যাামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানান।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের বরাবর দাখিলের আহ্বান জানানো হয়।

মাউশির কলেজ শাখা-১ এর উপ-রিচালককে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা