সূত্র মতে, সোমবার (২৩ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৩৪ শতাংশ । ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ শতাংশ। আর এডিএন টেলিকমের ৪ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লুব-রেফ লিমিটেড, রিয়েলাইন্স ইন্স্যুরেন্স, আইটি কনসালটেশন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
এদিন লেনদেনে অংশ নেয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, ১৪৩টির দর কমেছে, ১৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/এসএম