ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০০ বারে ৭ লাখ ৭৪ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ ৩১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৫ বারে ৪৪ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ ০৪ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০১ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৭ বারে ১১ লাখ ৭০ হাজার ২৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বিডি ফাইন্যান্সের ৭ দশমিক ৬৯ শতাংশ, ঢাকা ডাইং এন্ড ম্যানুফাকচারিংয়ের ৭ দশমিক ৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৩ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ০৫ শতাংশ, ইউসিবি ব্যাংকের ৭ দশমিক ০৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৯ শতাংশ ও অলিম্পিক এক্সেসরিজের ৬ দশমিক ৫২ শতাংশ শেয়ার দর কমেছে।