সাত মাসে ৩২০০ কোটি ডলারের পণ্য রফতানি

সাত মাসে ৩২০০ কোটি ডলারের পণ্য রফতানি
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধির হার ৯ দশমিক ৮১ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ২০২২-২৩ অর্থবছরে জুলাই-জানুয়ারির সর্বশেষ রফতানি পরিসংখ্যান প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের উল্লিখিত সময়ের মধ্যে পোশাক রফতানি ২ হাজার ৩৯৮ বিলিয়ন ডলার থেকে ১৪ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২ হাজার ৭৪১ কোটি ডলারে।

এছাড়া নিটওয়্যার পণ্য রফতানি দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ কোটি ডলারে আর ওভেন পণ্য রফতানি হয়েছে ১ হাজার ২৪৫ কোটি মার্কিন ডলারের। উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১২ দশমিক ৭ শতাংশ এবং ১৬ দশমিক ৩০ শতাংশ। নিটওয়্যারের তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে ওভেন খাতে।

পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, একক মাস বিবেচনায় ২০২৩ সালের জানুয়ারিতে পোশাক রফতানি হয়েছে ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারের, ২০২২ সালের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ।

বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘‌যদিও আমরা গত কয়েক মাস ধরে ৪ বিলিয়ন ডলারেরও বেশি রফতানি আয় বজায় রাখছি, এই শক্তিশালী পারফরম্যান্সের পেছনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারণ, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি ২০২৩ সালে মন্দার ইঙ্গিত দিচ্ছে এবং বিশ্ব দুর্বল প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি একটি প্রলম্বিত সময়ের মধ্যে প্রবেশ করছে। আমাদের বেশিরভাগ কারখানায় নতুন অর্ডারও কমে গিয়েছে। তাই ভবিষ্যতে যেকোনো ধরনের নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান