সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ
বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৪৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকার বা ৬ দশমিক ৯১ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৫২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৯৬ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএসই এস’ সূচক ০ দশমিক ৫৮ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে।

আর ‘ডিএস-৩০’ সূচক ২ হাজার ২৩০ দশমিক ৭০ পয়েন্ট থেকে ২ হাজার ২৩০ দশমিক ৭৩ পয়েন্ট দাঁড়িয়েছে। সূচকটিতে ০ দশমিক ০৩ পয়েন্ট যোগ হয়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির। আর ১২৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০৮টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন