এছাড়া জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।
এ সব তথ্য জানিয়েছেন মেট্রোরেল বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
আজ বৃহস্পতিবার ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি খুলে দেয়া হয় মেট্রোরেলের পল্লবী স্টেশন।
উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোর উত্তরা-আগারগাঁও অংশ গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় পরদিন ২৯ ডিসেম্বর।
বর্তমানে সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চলাচল করে মেট্টো। মাঝে ইজতেমার আখেরি মোনাজাতের দিন বিকেল ৫টা পর্যন্ত যাত্রী বহন করে।