ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারপ্রতি দর বেড়েছে ৪৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সিলভা ফার্মার শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। আর ৪ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিইশন লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, বিচ হ্যাচারি, এপেক্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মুন্নু এগ্রো এবং এএমসিএল (প্রাণ)।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।
অর্থসংবাদ/এসএম