ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসি'র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ এ দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন'সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ (বিকুল) বলেন, শিক্ষার্থীরা আবাসিক হলে আবদ্ধ থাকে এবং প্রচুর পড়াশুনার চাপে থাকে। তাই আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি রাতের কিছু অংশ শিক্ষার্থীদের চাপমুক্ত রাখার জন্য টিএসসিসি খোলা রাখতে চাই।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত মহোদয়গণ নতুন পরিচালক অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ-কে শুভেচ্ছা জানান ও টিএসসিসি সার্বিক বিষয় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।