ইসলামী বিশ্ববিদ্যালয়ে টিএসসিসি'র নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে টিএসসিসি'র নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসি'র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ।


বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ এ দায়িত্ব হস্তান্তর করেন।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন'সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ (বিকুল) বলেন, শিক্ষার্থীরা আবাসিক হলে আবদ্ধ থাকে এবং প্রচুর পড়াশুনার চাপে থাকে। তাই আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি রাতের কিছু অংশ শিক্ষার্থীদের চাপমুক্ত রাখার জন্য টিএসসিসি খোলা রাখতে চাই।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত মহোদয়গণ নতুন পরিচালক  অধ্যাপক ড. মো. বাকি বিল্লাহ-কে শুভেচ্ছা জানান ও টিএসসিসি সার্বিক বিষয় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি