সূত্র মতে, আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ইস্টার্ন হাউজিংয়ের ক্লোজিং দর ছিল ১০৩ টাকা ৪০ পয়সা। রোববার (১২ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ৯৬ টাকায়। এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ১৬ শতাংশ কমেছে। ফলে কোম্পানিটির ডিএসইর টপটেন লুজার তালিকার প্রথম স্থান দখলে নিয়েছে।
আজ সর্বোচ্চ দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়াদর ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ারদর কমেছে ৬ দশমিক ১৬ শতাংশ।
রোববার ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স পোর্ট, জেএমআই হসপিটাল রিকুইজিট লিমিটেড, বসুন্ধরা পেপার, মনোস্পূল পেপার এবং আমরা নেটওয়ার্ক।