ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১২ ফেব্রুয়ারি) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ৫ পয়েন্ট এবং শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ ১০ পয়েন্ট কমেছে।
সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ( ০৯ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল ৬০৮ কোটি ৪৪ লাখ টাকা।
রোববার ডিএসইতে মোট ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ১১টির, কমেছে ১৬৪টির। বাকি ১৪৭টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম