বৃহস্পতিবার কমিশনের ৭৩৬ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশন সভায় ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা হয়। আলোচনায় ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও), ডেট সিকিউরিটিজ ও ইক্যুইটি সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ইস্যু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও কমিশন ক্যাপিটাল ইস্যু বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা অনুমোদন করেছে।