সাত মাসে রাজস্ব ঘাটতি ৩১১ কোটি টাকা

সাত মাসে রাজস্ব ঘাটতি ৩১১ কোটি টাকা
চলতি অর্থবছরের শুরু থেকেই রাজস্ব ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। সবশেষে গত মাসেও বন্দরটিতে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম রাজস্ব আদায় হয়েছে। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, কভিড মহামারী-পরবর্তী সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানা ধরনের বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের বাণিজ্যে। তারই রেশ ধরে ভোমরা স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রমেও মন্দা দেখা দিয়েছে। তবে সিঅ্যান্ডএফ নেতাদের দাবি, এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে দেয়া হয় না। এ বৈষম্যের কারণেই রাজস্ব ঘাটতির পরিমাণ বাড়ছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬৩৪ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে মাসভিত্তিতে জুলাইয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৮৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ, ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ এবং জানুয়ারিতে ১০৩ কোটি ৯৮ লাখ টাকা।

গত সাত মাসে এ লক্ষ্যমাত্রার অর্ধেকের চেয়ে কিছু বেশি রাজস্ব আদায় হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৩২৩ কোটি ২৪ লাখ। যেখানে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ, আগস্টে ৫৫ কোটি ২ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৪০ কোটি ৯৫ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ৩৯ কোটি ৯১ লাখ এবং জানুয়ারিতে আদায় হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব। সে হিসেবে লক্ষ্যমাত্রায় ঘাটতি রয়েছে ৩১১ কোটি ৭৫ লাখ টাকা।

এর আগের অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দরে রাজস্ব আদায় হয়েছিল ৪২০ কোটি ২ লাখ টাকা। সে হিসাবেও চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে।

উল্লেখ্য, দেশের সব বন্দর দিয়ে পণ্য রফতানি করা গেলেও কোন বন্দর দিয়ে কী ধরনের পণ্য আমদানি করা যাবে, তা নির্দিষ্ট করে দেয়া আছে। সে অনুযায়ী নির্দিষ্ট পণ্যই ভোমরা দিয়ে আমদানি করতে হয়।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজি দিলওয়ার নওশাদ রাজু বলেন, ‘সম্ভাবনাময় হওয়ার পরও ভোমরা স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হচ্ছে। এর মূল কারণ দেশের অন্য সব বন্দরের তুলনায় ভোমরা বন্দরে পণ্য আমদানিতে বৈষম্য। পূর্ণাঙ্গ বন্দর হিসেবে অন্যান্য বন্দরের ব্যবসায়ীরা যে ধরনের সুযোগ-সুবিধা পান, তা যদি এ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের দেয়া হতো, তাহলে রাজস্ব ঘাটতির পরিস্থিতি সৃষ্টি হতো না। বরং তা লক্ষ্যমাত্রা ছাড়িয়েও যেতে পারত।’

তবে রাজস্ব ঘাটতির পেছনে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটকেই দায়ী করলেন ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের উপসহকারী কমিশনার নেয়ামুল হাসান। রাজস্ব ঘাটতির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘‌যুদ্ধের পাশাপাশি সম্প্রতি ব্যাংকে এলসি জটিলতাসহ ডলার সংকটও রাজস্ব ঘাটতির কারণ। ব্যবসায়ীরা যদি ঠিকমতো ব্যাংকে এলসি খুলতে না পারে, তাহলে পণ্য আমদানি স্বাভাবিকভাবেই ব্যাহত হবে। যে কারণে সরকারের রাজস্ব ঘাটতি বাড়ছে। তার পরও ঘাটতি কমানোর জোর চেষ্টা চলছে। চলতি অর্থবছরের সাত মাস পার হলেও সামনে রয়েছে আরো পাঁচ মাস। এ সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা হচ্ছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান