ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস-৩০ সূচকও বেড়েছে। সূচকটিতে ২ দশমিক ১৭ পয়েন্ট যোগ হয়ে বর্তমানের ২ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ০ দশমিক ২২ পয়েন্ট কমেছে। সূচকটি ১ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।
অর্থসংবাদ/এসএম