ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৫০ শতাংশ।
ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। এদিন কোম্পানিটির ২ দশমিক ৪৮ শতাংশ শেয়ারদর কমেছে। আর ২ দশমিক ২০ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড।
আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল পেপার, মেট্রো স্পিনিং, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এডভেন্ট ফার্মা, শাইনপুকুর সিরামিক এবং সিলভা ফার্মা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।
অর্থসংবাদ/এসএম